চাইলেই দেশের যেখানে–সেখানে কেউ আর বাণিজ্য মেলার আয়োজন করতে পারবে না। কারণ, নানা শর্ত আরোপ করে কাজটি কঠিন করে দিয়েছে সরকার। দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেও আর বাণিজ্য মেলা করা যাবে না।
বাণিজ্য মন্ত্রণালয়এসব কথা বলে ‘মেলা পরিপত্র, ২০২২’ জারি করেছে, যাতে তুলে ধরা হয়েছে দেশের ভেতরে বাণিজ্য মেলা আয়োজনের নানা দিক।
আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশাপাশি বাণিজ্য মেলা এবং স্থানীয় বাণিজ্য মেলার সংজ্ঞা দেওয়া হয়েছে পরিপত্রে। বলা হয়েছে, দেশীয় প্রতিষ্ঠান ও কমপক্ষে তিনটি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকলেই তা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে গণ্য হবে। আর গ্রাম থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে বাণিজ্যিক উদ্দেশে পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকলেই তাকে বলা হবে বাণিজ্য মেলা। এ ছাড়া দেশের অভ্যন্তরে দেশীয় ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত মেলাকে বলা হবে স্থানীয় বাণিজ্য মেলা। তবে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত মেলাকে বাণিজ্য মেলা বলা যাবে না। এগুলোর মধ্যে রয়েছে বৈশাখী মেলা, চৈত্রসংক্রান্তি মেলা, মহররমের মেলা, একুশে বইমেলা ও ঢাকা বইমেলা।
মেলা আয়োজনের নিয়ম ও শর্ত
আন্তর্জাতিক বাণিজ্য মেলা, স্থানীয় বাণিজ্য মেলা ও বাণিজ্য মেলা—এই তিন ধরনের জন্য আলাদা নিয়ম করা হয়েছে। ডিআইটিএফ ছাড়া দেশের যেকোনো জায়গায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা করতে চাইলে দুই মাস আগে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সঙ্গে জমা দিতে হবে আবেদনকারীর হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাট পরিশোধের সনদ, মেলার স্থান বরাদ্দপত্র এবং মাশুল দেওয়ার চালানের কপি।
মেলা আয়োজনের অনুমোদনকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সময় বাড়ানো যাবে না। কোনো কারণে মেলা আয়োজন করা সম্ভব না হলে নতুন করে আবেদন করতে হবে এবং মাশুলও দিতে হবে নতুন করে। মেলা আয়োজন করতে গিয়ে ভূমির শ্রেণি পরিবর্তন করা যাবে না।
এ ছাড়া আমদানি নিষিদ্ধ বা অবৈধ কোনো পণ্য মেলায় বিক্রি করা যাবে না। অশালীন, অসামাজিক ও অবৈধ কার্যক্রম মেলায় পরিচালিত হতে পারবে না। প্রচার করা যাবে না এমন কিছু, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। প্রশাসনকে অবগত রেখে মেলা পরিচালনা করতে হবে এবং মেলার আয়োজককে নিজ উদ্যোগে মেলার আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে।
পরিপত্রে বলা হয়েছে, দেশীয় পণ্য বা দেশীয় পণ্য উৎপাদনে নিয়োজিত কোম্পানি অথবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে—এমন মনে হলে সরকার মেলার অনুমতি বাতিল করে দেবে।