বরিশাল জেলার উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও নতুন ভাবে কার্যক্রম শুরু হয়েছে। গত ১২ অক্টোবর ২০২৪ ইং তারিখে নির্বাচন হলেও ইউএনও মহোদয়কে ফুল দিয়ে কার্যক্রম শুরু হয় ১৩ই নভেম্বর ২০২৪ থেকে।
বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও অবসরপ্রাপ্ত শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শেখ লকিতুল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আজিজ বেপারী। এছাড়া সিনিয়ার সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান মোল্লা, সহ-সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ শাহ আলম সাংগঠনিক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান শরীফ, সমাজ কল্যাণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আঃ হালীম রাড়ী, সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মোল্লা, সদস্য,বীর মুক্তিযোদ্ধা সেকান্দার এবং সদস্য, বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার নির্বাচিত হন।এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান সহকারী শিক্ষক শাহনাজ আক্তার (রেখা) কোষাধ্যক্ষ হিশেবে নির্বাচিত হন।
উক্ত নির্বাচনী সভায় ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আলী আকবর ফকির, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ খান,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওমর ফারুখ, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হুসাইন রাড়ী, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নুরুল ইসলাম কবিরাজ,বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান,বীর মুক্তিযোদ্ধা মোঃ রহম আলী। এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান সহকারী শিক্ষক, আক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলাম শরীফ, ইউছুব আলী সরদার, বীর মুক্তিযোদ্ধার (মৃত) স্ত্রী আছিয়া বেগম এবং উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য মুক্তিযোদ্ধাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপস্থিত মুক্তিযোদ্ধাবৃন্দ ।১৯৯৩ সালে প্রতিষ্ঠিত উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি (রেজিঃ নং-৩৩৫/১৯৯৩ ইং) প্রতিষ্ঠানকালীন থেকেই মুক্তিযোদ্ধা ও তার পরিবারের কল্যাণকল্পে নানাবিধ কাজ করে আসছে। একটি সময় মুক্তিযোদ্ধারা যখন ভুলতে বসেছিল তাদের গৌঁরবগাথা ইতিহাস ও আত্মপরিচয়, তখন উপজেলার মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে তিনি প্রতিষ্ঠা করেন উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি।নব নির্বাচিত সভাপতি শেখ লকিতুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম মহোদয়কে স্বাগত জানিয়ে বলেন, আমরা ১৯৭১ সালে পাকিস্তানি নিপিড়ন, স্বৈরাচার ও বৈষম্যবাদী শাসনের বিরুদ্ধে দল মত নির্বিশেষে একটি স্বাধীন,গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক, সার্বভৌম, বৈষম্যহীন দেশ বিনির্মানের জন্য দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধ একক কোনো দল বা গোষ্ঠীর নয়। মুক্তিযুদ্ধের চেতনা যাতে সার্বজনীন ও গ্রহণযোগ্য হয় সে জন্য মাননীয় উপদেস্টা মহোদয় নিরন্তর কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পরিশেষে তিনি চলতি সভার সভাপতিসহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।