২০১৫ সালে বরিশালে সমাজ ও সমাজের সেবাকে কেন্দ্র করে জান্নাতুল নওরিন উর্মি’র হাত ধরে বরিশালে গঠন হয়েছে RIVA Foundation (RIVA-Renesa Intiative For Vulnerable Aid)। সংগঠনটির আত্মপ্রকাশ থেকেই সভাপতি ও সিইও পদে কাজ করে যাচ্ছেন জান্নাতুল নওরিন উর্মি।
সংগঠনটির সভাপতি উর্মি RIVA এর লক্ষ্য সম্পর্কে বলেন – তরুণ প্রজন্ম ও সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কিত। সমাজকে কেন্দ্র করে ২০১৫ সালে RIVA Foundation এর জন্ম হয়েছে । প্রতিটি সামাজিক সংগঠন দেশের তরুণ প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ। কেননা, এসব সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে একজন নাগরিকের মাঝে দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের RIVA Foundation এর উদ্দেশ্য সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য শ্রম, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো। সমাজে আজও সেই বাল্যবিবাহ, মাদকাশক্তি, যৌতুক প্রথা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, কিশোর অপরাধ, বিচারহীনতার সংস্কৃতি, বৈষম্য, অশিক্ষিত লোকদের প্রাধান্য যেন বেড়েই চলছে। এসব সংকট কাটিয়ে উঠতে হবে। তরুণদের হাত ধরে সামাজিক উন্নয়ন সম্ভব। আর সেই সামাজিক উন্নয়নের জন্যই কাজ করে যাবে RIVA Foundation.
জনাব উর্মি আরো বলেন, RIVA Foundation একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেটি সবসময়ই সমাজ কল্যাণে এগিয়ে আসে। তরুনদের মাঝে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা,স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সমাজে অন্যায়ের প্রতিবাদস্বরূপ মানববন্ধন, নানা সামাজিক আন্দোলন, সভা-সেমিনারের আয়োজন করা ইত্যাদি কার্যক্রম করে যাচ্ছেন।
তাছাড়া সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচার ও প্রসারে ভূমিকা রাখার জন্য পাঠাগার স্থাপন, ছিন্নমূলদের জন্য পাঠশালা স্থাপন,তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেওয়া, দেশের উচ্চ পর্যায়ের শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা ইত্যাদি কর্মকান্ড RIVA Foundation এর অন্যতম উদ্যোগ । সমাজের গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোসহ অসচ্ছ্বল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করা সহ একটি সুন্দর ও উন্নত সমাজ বিনির্মাণ সম্ভবে এগিয়ে আসাই হবে রিভা ফাউন্ডেশন এর আরেকটি উদ্দেশ্য।
RIVA Foundation (RIVA-Renesa Intiative For Vulnerable Aid) এর স্লোগান- “সেবাই মুখ্য উদ্দেশ্য” নিয়ে ইতিমধ্যে নানা কাজের সাথে ২০২৪ সালের ফেনীর বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ, খাদ্য সামগ্রী বিতরন করেন। বরিশালের দুস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র, ছিন্নমূল শিশুদের মাঝে বই বিতরণ ও পাঠশালা কার্যক্রম করেন।
২০২৪’র বিজয়ের মাসের শুরুতে বরিশাল শহরের কবিরবাগ পুকুর পরিষ্কার কার্যক্রম শুরু করেন। উপস্থিত ছিলেন রিভার প্রেসিডেন্ট ও সিইও জান্নাতুল নওরিন উর্মি(বরিশাল বিশ্ববিদ্যালয় -গনিত বিভাগ)। তাছাড়া রিভা’র টিম মেন্বার সুদীপ চন্দ্র দাস (ববি, ফিন্যান্স),আরিফ হোসেইন শান্ত(ববি, বাংলা), আজমাইন সাকিব( ববি, গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগ), ইমরান হোসেন ( ববি, ইংরেজি), সাকিব( ববি,জিওলজি এন্ড মাইনিং) , তাহমিদ (ববি, মার্কেটিং),নাঈম(বরিশাল কলজে),আহাদ (ইনফ্রা পলিটেকনিক কলেজ),ছিয়াম (মডেল কলজে), মেহেদী (টেকনিক্যাল কলেজ),সজল (হাতেম আলী কলেজ),বিজয় (বরিশাল কলজে),শরিফ (বরিশাল কলজ) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।