২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি ৮ মে পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণ নম্বর এবং পূর্ণকালীন ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল থেকে বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে।
তত্ত্বীয় পরীক্ষা নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।