আজকের মেইল অনলাইন পত্রিকাটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয় কর্তৃক আবেদনটি ২০১৬ সালের ২২ শে সেপ্টেম্বর গৃহীত হয় । বাংলাদেশের মিডিয়া দৃশ্যে অনলাইন পত্রিকাটি তখন থেকে নিজের স্থানটি প্রতিষ্ঠা করে । ‘সত্যই স্বাধীন’ অনলাইন সংবাদপত্র হিসাবে এই জাতির সেবা করার জন্য চ্যালেঞ্জের মুখোমুখি এবং নম্রতার অনুভূতি নিয়ে যাত্রা শুরু করেছে । এটি জনগণের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ।
বিজ্ঞাপন নীতিমালাঃ
১) যেকোনো বিজ্ঞাপন ছাপানো অথবা বন্ধ করার অথবা বিশেষ বা জরুরি কারণে এক দিন আগে-পরে প্রকাশের ব্যাপারে আজকের মেইল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত ভাবে গন্য হবে ।
২) বিজ্ঞাপনের বিষয়বস্তু অবশ্যই এক (১) দিন আগে আজকের মেইল এর কার্যালয়ে পৌঁছাতে হবে।
৩) প্রতিটি বিজ্ঞাপন ছাপানোর জন্য অবশ্যই ছাপানোর কার্যাদেশের সন্নিবেশ আদেশ দিতে হবে।
৪) প্রতিটি বিজ্ঞাপন নির্দিষ্ট মূল্য প্রাপ্তির পরই বিজ্ঞাপন ছাপাঁনো হবে।
৫) আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে আমরা বিজ্ঞাপন বুকিং নিয়ে থাকি।
৬) কোনো বিজ্ঞাপন বাতিল করার সর্ব নিম্ন সময় হচ্ছে ১ (এক) দিন।
আপত্তিকর বিজ্ঞাপন আসলে করণীয়ঃ
আজকের মেইল সাইটে প্রকাশিত কিছু বিজ্ঞাপন গুগলের ডবল ক্লিকের মাধ্যমে প্রকাশিত হতে পারে। যদিও গুগল তার নীতিমালা অনুযায়ী কখনো সমাজের পক্ষে ক্ষতিকর যেমন তামাক, মাদক, মদ বা আপত্তিকর সাইটের বিজ্ঞাপন প্রকাশ করে না। তারপরেও আপনার পার্সোনাল কম্পিউটার (পিসি) বা ল্যাপটপে আজকের মেইল এর সাইট দেখার সময় এ ধরনের আপত্তিকর বিজ্ঞাপন দেখা গেলে আপনি কম্পিউটারের ক্যাশ / কুকি / হিস্ট্রি ক্লিয়ার করুন। তাহলে এ সমস্যা থাকবে না।
আজকের মেইল ওয়ান লাইন নিউজ পোর্টাল এ বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ
যোগাযোগের ঠিকানাঃ
আজকের মেইল
প্রকাশনা অফিসঃ ২১/ক, (৪র্থ তলা), রোড নং ২/এ (নতুন), ধানমন্ডি, জিগাতলা বাস ষ্ট্যান্ড, ঢাকা-১২০৯, বাংলাদেশ ।
ফোন: ৮৮-০২-৯৬১ ৩১৯৬, ০১৯১২-৯৫৩২০০, ০১৭১২-০১৪৪৮৮, ০১৭১৫-২৫৫১৭৩ ।
E-mail: ajkermailbd@gmail.com,
website: www.ajkermailbd.com
প্রধান কার্যালয়: ৩৩, তোপখানা রোড, স্যুট নং জে ৩, পল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ ।