আগামী দুই থেকে তিনদিন গরমের তীব্রতা থাকবে। বৃষ্টি হলেও এক পশলা হতে পারে। তবে টানা বৃষ্টি এখনই থাকছে না।
আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, মৌসুমী বায়ু বর্তমানে সাউথ বে’তে (দক্ষিণ বঙ্গোপসাগরে) অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সাধারণত তিন মাস অবস্থান করে এবং সে সময় প্রচুর বৃষ্টিপাত হয়। জুনের শুরু থেকে বাংলাদেশের ওপর বিরাজ করবে। সে সময় বৃষ্টিপাত হবে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ হয়ে পশ্চিম বঙ্গ থেকে উত্তর পূর্ব-বঙ্গোপাসাগর পর্যন্ত অবস্থান করছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।