চলতি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হতে যাচ্ছে সোমবার বিকাল সাড়ে চারটায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ৩০ ডিসেম্বর এই অধিবেশন আহ্বান করেন।
এই অধিবেশনটি ইংরেজি নতুন বছরের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশনটিকে সাধারণত শীতকালীন অধিবেশন বলা হয়ে থাকে। এই অধিবেশনের প্রথম বৈঠকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে। রাষ্ট্রপতির ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্র জানা যায়, অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন। প্রথম দিন করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সব সংসদ সদস্য অংশ নিতে পারবেন। এরপর রোস্টার অনুযায়ী প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।সংসদ সচিবালয়ে কর্মরতদেরও অধিবেশন চলাকালে সংসদ ভবনে প্রবেশ সীমিত থাকবে। কেবল অধিবেশন সংশ্লিষ্ট কর্মচারীরা সংসদে ঢুকতে পারবেন। তবে তাদের করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে সংবাদকর্মীরা একদিন সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ ভবনে যাওয়ার অনুমতি পাবেন তারা। এজন্য প্রত্যেক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন করে সংবাদকর্মীকে জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে।