উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কবে হবে সে ব্যাপারে আজ বুধবার (৭ অক্টোবর) সিদ্ধান্ত জানা যাবে। করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে ২০২০ সনের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় শিক্ষামন্ত্রী বলেছিলেন, চার সপ্তাহ সময় দিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এইচএসসি পরীক্ষার বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরুর চিন্তা রয়েছে এবং সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে এই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিনই পরীক্ষা নেওয়া হবে।