শিল্পাঞ্চল আশুলিয়ায় বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ায় সময় দুইজনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের দুর্গাপুর পূর্বচালা গ্রাম থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটককৃত দুই শ্রমিক হচ্ছেন, রাজ্জাক মিয়া (৩০) ও শান্ত মিয়া (২৫)।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, আশুলিয়া ইউনিয়নের যুবলীগের নেতা কুসুম মোল্লার নেতৃত্বে সকালে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় লাবু ও কফিল নামের দুই ব্যক্তির বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়া হচ্ছিল। এসময় বিষয়টি থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে রাজ্জাক মিয়া ও শান্ত মিয়া নামে দুই জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা অভিযোগ করেন, আটক দুই ব্যক্তি আশুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা কুসুম মোল্লার লোক। এরা বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাগে গ্যাস সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলো। এ ঘটনায় বৈধ গ্রাহরা বিষয়টি জানতে পেয়ে দুই গ্যাস চোরকে পুলিশ ধরিয়ে দিয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অবৈধভাগে গ্যাস সংযোগ দেয়ার সময় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের করে খুব শীঘ্রই চক্রটির বাকি সদস্যদেরকেও আইনের আওতায়া আনা হবে।