ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সড়কে শহরের সার্কিট হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে হরিণাকুণ্ডু থেকে বাস যোগে ওই এলাকার ৫০জন যাত্রী পুলিশ হত্যা মামলার হাজিরা দিতে খুলনা আদালতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকায় পৌঁছুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হয়।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। ১১ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।