গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার পর্যন্ত (১০ মার্চ) টানা ১৫ দিনের মতো চলছে দেশ দুইটির মধ্যে সংঘাত। এ নিয়ে বুধবার (৯ মার্চ) রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের ৯৭৪টি ট্যাংক গুঁড়িয়ে দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত দেশটির ৯৭৪টি ট্যাংক ধ্বংস হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ছিল ৮৯৭টি।
এছাড়া মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের ৯৭টি ড্রোনও ভূপাতিত করেছে।