মোহাম্মদ শামি-উমেশ যাদবের পর এবার নতুন করে ইনজুরির তালিকায় যোগ হলো লোকেশ রাহুলের নাম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নেটে অনুশীলন করার সময় বাঁহাতের কব্জিতে চোট পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি।
রাহুলের চোট নিয়ে বোর্ডের পক্ষ থেকে জয় শাহ জানান, মেলবোর্নে অনুশীলন চলাকালীন নেটে ব্যাট করার সময় লোকেশ রাহুল তার বাম হাতের কব্জিতে চোট পেয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান খেলতে পারবে না। পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।
শিগগিরই দল ছেড়ে ভারতে ফিরে যাবেন তিনি। সেখানে ফিরে তিন সপ্তাহের পুনর্বাসন শেষে নিশ্চিত হওয়া যাবে যে তিনি ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে খেলতে পারবেন কিনা।