ফিলিস্তিনি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা ও পশ্চিমতীরে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৪,৭৮৪ শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪,৭৬৬ জন। মঙ্গলবার (২৯ এপ্রিল) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা (WAFA) এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, শুধু গাজা উপত্যকাতেই নিহত হয়েছেন ১৪,৬৪৯ শিক্ষার্থী এবং আহত হয়েছেন কমপক্ষে ২৩,৯৩৬ জন। অপর দিকে পশ্চিমতীরে ১৩৫ শিক্ষার্থী নিহত এবং ৮৩০ জন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনী ৭২৪ শিক্ষার্থীকে আটক করেছে। শিক্ষা খাতের ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রণালয় জানায়, গাজা ও পশ্চিমতীরজুড়ে ৮৮০ শিক্ষক ও প্রশাসনিক কর্মী প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৪,২৪৭ জন আহত হয়েছেন। পশ্চিমতীরে ১৯৩ জনের বেশি শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৩৫২টি সরকারি বিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১১১টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একইসঙ্গে ৯১টি সরকারি ও ৮৯টি জাতিসংঘ (UNRWA) পরিচালিত বিদ্যালয়ে বোমা বর্ষণ ও ভাঙচুর চালানো হয়েছে। মহানগরের শিক্ষার ক্ষেত্রেও চিত্র ভয়াবহ। হামলায় ২০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬০টি বিশ্ববিদ্যালয় ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পশ্চিমতীরের ১৪৬টি স্কুল ও ৮টি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে সেগুলোতে ভাঙচুর চালানো হয়েছে। বিশেষ করে জেনিন, তুলকারেম ও তুবাসের একাধিক বিদ্যালয়ের দেয়াল ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া ইসরায়েল কর্তৃপক্ষ জেরুজালেমে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলো আগামী ৮ মে বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানায়, গাজার ৭ লাখ ৮৮ হাজার শিক্ষার্থী ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন। এই দীর্ঘ শিক্ষাবিচ্ছিন্নতার কারণে শিক্ষার্থীদের মধ্যে মানসিক ট্রমা ও স্বাস্থ্যজনিত জটিলতা দেখা দিয়েছে।
~Nasim Rusheli
Staff Reporter