আজ প্রথম পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ এবং এই জয়ের মাধ্যমে এশিয়া কাপের ফাইনালে উঠলেন বাংলাদেশের মেয়েরা।
এবার প্রথম বারের মত এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম পর্বের চার ম্যাচ হারা মালয়েশিয়ার বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল টাইগ্রেসরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন আয়েশা রহমান ও শামিমা সুলতানা। ৫৯ বলে উদ্বোধনী জুটিতে এসে যায় ৫৯ রান। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩১ রান করেন আয়েশা। রুমানা আহমেদ ৪ ওভারে ৮ রানে নিয়েছেন ৩ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।