স্থগিত থাকা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের শুরুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ।করোনাভাইরাসের সংক্রমণে পিছিয়ে যাওয়া এ বছরের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা নিয়ে একাধিক বিকল্প পরিকল্পনার কথা জানাল সরকার ।শিক্ষামন্ত্রী বলেছেন, পরিস্থিতি অনুকূলে এলে এবার এসএসসি ও এইচএসসির গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে। এটা সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে । প্রতি ১০০ নম্বরের ক্ষেত্রে ৫০ নম্বর এবং তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার পরীক্ষা নেওয়া হতে পারে ।শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে অথবা শুধু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেও মূল্যায়ন করা হতে পারে। সেটি পরে জানানো হবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, তিন ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। আর প্রশ্নপত্র এখন যেভাবে রচনামূলক হয়, সেভাবেই হবে। তবে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ পাবে।জানা গেছে, মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের পাশাপাশি কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীদের নৈর্বাচনিক বিষয়ে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের (ছয় পত্রে) পরীক্ষা অনুষ্ঠিত হবে।কারিগরির ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরিতে নবম ও একাদশ শ্রেণিতে বোর্ড পরীক্ষা হয়। তাদের পরীক্ষা নেওয়া সম্ভব না হলে ওই দুই শ্রেণির পরীক্ষাও মূল্যায়ন করা হবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ৬০ কর্মদিবস এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ৮৪ কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সেই সিলেবাসের আলোকেই পরীক্ষা নেওয়া হবে।
বিকল্প অ্যাসাইনমেন্টে মূল্যায়ন :
এসএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেওয়া শুরু হবে। ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
এইচএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ২৬ জুলাই শুরু হবে। ওই স্তরের শিক্ষার্থীদের ১৫ সপ্তাহে মোট ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, অ্যাসাইনমেন্টগুলোর মূল্যায়ন কতটা সঠিক হচ্ছে, সেটিরও মূল্যায়নের ব্যবস্থা করা হবে। সে জন্য সারাদেশে দৈবচয়ন পদ্ধতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যায়নের কপি এনে সেগুলো পুনর্মূল্যায়ন করা হবে। ভালোভাবে এগুলোর মূল্যায়ন হলে অ্যাসাইনমেন্টের ফলাফল থেকেও পরীক্ষার ফলাফলে কিছুটা অংশ যাবে। সেটা ১০ থেকে ১৫ নম্বর হতে পারে। সেই মূল্যায়ন যথাযথ না হলে শুধু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই ফল প্রকাশ করা হবে।শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল আজহার পর অনলাইনে পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। পরীক্ষার ফিও নেওয়া হবে অনলাইনে।