আজ ১ ডিসেম্বর। পরম গৌরব আর অহংকারের বিজয়ের মাসের প্রথম দিন। ১৯৭১ সালের ডিসেম্বরেই পূর্ণতা পেয়েছিল স্বাধীনতার জন্য বাঙালির দীর্ঘ সংগ্রাম। এ মাসের মাঝামাঝিই ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরাজিত হয় হানাদার পাকিস্তানি সামরিক বাহিনী। বিশ্বের বুকে আবির্ভূত হয় বাংলাদেশ নামের একটি জাতি-রাষ্ট্র।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ। ৯ মাসের বীরত্বপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ৩০ লাখ মানুষের প্রাণদান ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আসে জাতীয় মুক্তি। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল ১৬ ডিসেম্বর।
প্রতিবছর বিপুল উৎসাহ-উদ্দীপনায় নানা অনুষ্ঠান-আয়োজনের মাধ্যমে মাসজুড়ে বিজয়ের আনন্দ উদযাপন করে বাংলাদেশ। অগুনতি লাল-সবুজ পতাকা ওড়ে সারা দেশে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের ১৭ মার্চ থেকে মুজিববর্ষ উদযাপন করছে বাংলাদেশ।
করোনাভাইরাস মহামারির কারণে কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করা যায়নি। ফলে মুজিববর্ষের মেয়াদ এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। সে কারণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবার এক সঙ্গে পালিত হচ্ছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিজয় শোভাযাত্রা হবে।