আমির খান মানেই চমক। তার একেক সিনেমায় একেক ধরনের উপস্থিতি চমকে দেয় দর্শক ও ভক্তদের।
এখন তিনি ব্যস্ত আগামী সিনেমা ‘ঠগস অফ হিন্দুস্তান’ নিয়ে। এ সিনেমায় প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দস্যু চরিত্রের আমির।
সম্প্রতি আমিরের এই সিনেমার শুটিংয়ের একটি ছবি শেয়ার হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। শেয়ারের পরেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে। আমিরের নতুন ধরনের সাজ-পোশাকের কারণেই ছবিটি ভাইরাল হয়।
ছবিতে দস্যু চরিত্রের মিস্টার পারফেকশনিস্টকে দেখা যায় ধুলা-ময়লা মাখা শরীরে হেঁটে যেতে। পরনে রয়েছে ঘিয়ে রঙের ময়লা জামার ওপরে গাঢ় নীল রঙের আরেকটি কাপড় ও সবুজ রঙের ধুতি। মাথার চুল উস্কখুস্ক, কোঁকড়ানো।
ভক্তরা ভেবেছিল বিজয় কৃষ্ণ আচায্য পরিচালিত এ সিনেমায় দাড়ি-গোঁফওয়ালা এবং মোটাসোটা কোনো দস্যুর বেশে দেখা যাবে ‘দঙ্গল’তারকাকে।
২০১৮ সালের ৭ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।