আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে রাখা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দু’দল। প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি।জাতীয় দল থেকে বাদ পড়া মাশরাফিকে আপাতত অপেক্ষায় থাকতে হবে ঘরোয়া ক্রিকেট শুরুর। হয়তো ঢাকা প্রিমিয়ার লিগে আবার তাকে দেখা যেতে পারে।
এদিকে মাশরাফির বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন নির্বাচকরা। তারা জানালেন, এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল তাদের জন্য। তরুণদের সুযোগ করে দিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।