আজ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে মাদক ও খাদ্যে ভেজালসহ অনৈতিক কাজ বন্ধ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি বলতে চাই, বিনা দ্বিধায় আপনারা এই টেন্ডারবাজি, পেশিশক্তি, সন্ত্রাস ও মাদক নির্মূল করবেন।
তিনি আরও বলেছেন, ‘সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নের দায়িত্ব আপনাদের, মাঠপর্যায়ের কর্মকর্তাদের। আমি বিশ্বাস করি, আপনাদের মধ্যে অনেক উদ্ভাবনী শক্তি আছে। আপনারা এই উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’একটি দেশের উন্নয়নে দেশে গণতন্ত্র বিদ্যমান থাকা এবং সরকারের ধারাবাহিকতা বজায় থাকা অত্যন্ত জরুরি। আগামী দিনে দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর এবং বরিশালের মধ্যে বুলেট ট্রেন (দ্রুতগতির ট্রেন) চালুর পরিকল্পনা তাঁর সরকারের রয়েছে।
প্রধান মন্ত্রির কিছু নির্দেশনা ঃ
- জেলাপর্যায়ে ডিসিরা যেসব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সেসব কমিটিকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করা।
- নারী ও শিশু নির্যাতন এবং পাচার, যৌতুক, ইভটিজিং এবং বাল্যবিয়ে বন্ধ করতে নজরদারি বাড়ানো।
- প্রতিবন্ধী, অটিস্টিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা।
- গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে উদ্যোগী হওয়া।
- জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে সর্বক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ডিসিদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও বিকাশে কাজ করা।
- ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাত প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা।
প্রধান মন্ত্রি শেখ হাসিনা তাঁর রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশকে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়তে চাই। এ জন্য সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।’