সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদেরমধ্যে নতুন করে মৃত্যুবরণ করেছেন ২১ জন। এর মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী।
ঢাকা সিটির মধ্যে ৬ জন, ঢাকা জেলায় ২ জন, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জে একজন করে মারা গেছেন।নোয়াখালীতে একজন, চট্টগ্রামে ২ জন, কুমিল্লায় একজন, চট্টগ্রাম সিটিতে একজন, ফেনীতে একজন, সিলেটে ২ জন ও বগুড়া ১ জন মৃত্যুবরণ করেছেন।
মারা যাওয়া কোভিড রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন ও চট্টগ্রাম বিভাগের ৭ জন, সিলেট বিভাগের একজনও রাজশাহী বিভাগের একজন। এর মধ্যে হাসপাতালে ব্লক ডেথ আছে দুজন। হাসপাতালে মারা গেছেন ১৫ জন আর বাসায় মারা গেছেন ৪জন।