করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে সারা দেশে একদিনে মৃত্যু হয়েছে ১৫৩ জনের । করোনা এই মহামারির মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যক হিসাবে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । ১৫৩ জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ছাড়াল ।করোনা সংক্রামক ও মৃত্যু উদ্বেগজনক হারে বাড়তে থাকায় পহেলা জুলাই থেকে সারা দেশে লক ডাউন ঘোষণা করে সরকার ।যা ৭ জুলাই (বুধবার) মধ্য রাতে শেষ হবার কথা রয়েছে ।কিন্তু
করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ গতকাল জানিয়েছেন তারা চান এই বিধি নিষেধ আরো এক সপ্তাহ বাড়ানো হোক । পরিস্থিতি অনুযায়ী তাই করা উচিত বলে মনে করেন তিনি ।
দেশে প্রতি দিন বেড়ে চলা মৃত্যুর রেকর্ড তাই বলে ।করোনায় ১০০০ হাজার মানুষের মৃত্যু হয়েছে গত আট দিনে । করোনায় দ্রুততম ১০০০ হাজার মানুষের মৃত্যুর রেকর্ড এটি ।শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত সারা দেশে করোনা রোগী সনাক্ত হয়েছে আট হাজার ছয়শ একষট্টি জনের । এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রামক হয়েছে ৩০জুন। সেদিন সংক্রামক হয়েছে ৮ হাজার ৮২২ জনের ।
এ নিয়ে গত সাত আট দিন যাবত প্রতিদিনই ৮ হাজার এর উপর সনাক্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যা শতকের উর্ধে ছাড়াচ্ছে । করোনার এই উর্ধ মুখী প্রবণতা শুরু হয় গত ঈদের পর ভারতের সীমান্তবর্তী এলাকা গুলোতে ।গত এক মাসের ব্যবধানে যা প্রায় সারা দেশে ছড়িয়েছে । দেশে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন । তাদের মধ্যে সুস্থ হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন । কয়েক সপ্তাহ ধরে খুলনা এবং রাজশাহী বিভাগে মৃত্যুর সংখ্যা বাড়ছে । বিশেষ করে মৃত্যুর একটি বড় অংশ আসে খুলনা বিভাঘ থেকে । গত ২৪ ঘন্টায় খুলনাতে মৃত্যু হয়েছে ৫১ জনের । ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের ।