হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলার সময় বিচারকের সামনেই বিতণ্ডার জের ধরে ছুরি নিয়ে এক আসামি ধাওয়া করেন অন্য আসামিকে। ওই আসামি জীবন বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন অন্য একটি আদালতের বিচারকের খাসকামরায়। সেখানে গিয়েই ঘাতক উপর্যুপরি ছুরি মারতে থাকেন। এতে ওই আসামি ঘটনাস্থলেই নিহত হন।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে কুমিল্লার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের খাসকামরায় ওই ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
নিহত ফারুক কুমিল্লার লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অহিদ উল্যাহর ছেলে। অভিযুক্ত হাসান একই এলাকার সহিদ উল্যাহর ছেলে।