কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। শনিবার রিও ডি জেনিরোর এস্তাদিও নিল্টন সান্তোস স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের জয় পায় তিতের শিষ্যরা।বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পাকেতার গোলে এগিয়ে যায় ব্রাজিল।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রবার্তো ফিরমিনোর বদলি হিসেবে লুকাস পাকেতাকে মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। আর কোচের আস্থার প্রতিদান দিতে মোটেও সময় নেননি লিঁওর এই মিডফিল্ডার, পরের মিনিটেই বক্সের ভেতর নেইমারের সঙ্গে দারুণভাবে বোঝাপড়ায় জোরাল শটে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি।
পরের মিনিটেই গ্যাব্রিয়েল জেসুসের জঘন্য এক ফাউলে ১০ জনে পরিণত হয় কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বল দখল করতে চিলি লেফটব্যাক ইউজেনিও মেনার মুখে উড়ন্ত লাথি মেরে বসেন উইঙ্গার পজিশনে খেলা এ ফরোয়ার্ড। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। ১০ জনে পরিণত হওয়া ব্রাজিলের রক্ষণে এরপর বেশ ভালো কয়েকটি আক্রমণ করেছে চিলি। গোলের সুযোগও পেয়েছে কয়েকবার।গোটা ম্যাচে নেইমার তাঁর নামের প্রতি সুবিচার করে খেলেছেন। বেশ কিছু আক্রমণ গড়ে দিয়েছেন অ্যাটাকিং থার্ডে মূল স্ট্রাইকার হিসেবে খেলা পিএসজি তারকা।
শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
সেমিফাইনালে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দিনের আগের ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা পেরুকে। এতে কোপা আমেরিকার গত আসরের দুই ফাইনালিস্টের এবার সেমিফাইনালেই দেখা হয়ে যাচ্ছে।