শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৯৪১ টি নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে। এরপর রয়েছে চট্টগ্রাম এবং ঢাকার হাসপাতালগুলো। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৯০ বছর। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের মধ্যে দুজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং দুইজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।