অনেক দিন থেকেই নতুন গানের অপেক্ষায় ছিল শাকিরার ভক্তরা। সেই অপেক্ষার প্রহর অবশেষে ফুরাল। বাংলাদেশ সময় শনিবার ইউটিউবে প্রকাশ পেল শাকিরার নতুন গান ‘পেরো ফিয়েল’। প্রকাশের পর মাত্র সাত ঘণ্টায় গানটি দেখা হয়েছে ১০ লাখ বার! এ জন্য শাকিরা উচ্ছ্বসিত।
রোববার ভোর সোয়া ৫টায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ৪০ বছর বয়সী এই কলম্বিয়ান তারকা লিখেছেন, ‘সাত ঘণ্টায় ১০ লাখ ভিউ!’ স্প্যানিশ ভাষার এই গানটির মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে স্পেনের বার্সেলোনায়। এটি নির্মাণ করেছেন কাতালান পরিচালক জ্যম দি লাইউয়ানা। ছয় বছর আগে শাকিরার ‘রাবিওসা’ ও এক বছর আগে ‘লা বিসিক্লেতা’ মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেন তিনি। ‘পেরো ফিয়েল’ হলো শাকিরার নতুন অ্যালবাম ‘এল দোরাদো’র তৃতীয় সিঙ্গেল। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পুয়ের্তোরিকান সংগীতশিল্পী নিকি জ্যাম। গত ১ জুলাই বিলবোর্ডে টপ ল্যাটিন অ্যালবামস চার্টের শীর্ষে ছিল এটি।