শ্বাসকষ্টে এক দিনমজুরের মৃত্যুকে কেন্দ্র করে করোনা সন্দেহে শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের উত্তর বিল্বগ্রাম গ্রামের কাগজী কান্দি ও সালেহবাগ মহল্লা ‘লকডাউন’ করা হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু শুক্রবার বেলা ১১টার দিকে মহল্লা দুটিকে ‘লকডাউন’ ঘোষণা করেন
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, ‘স্থানীয় আতঙ্কিত লোকজনের চাপের মুখে শুক্রবার বেলা ১১টার দিকে আমি ওই গ্রামের দুটি মহল্লাকে লকডাউন ঘোষণা করেছি। তবে যতটুকু জেনেছি তাতে আমার মনে হচ্ছে, ওই ব্যক্তি করোনাভাইরাসের সংক্রমণে মারা যাননি। শুনেছি, ছোটবেলা থেকেই তিনি অ্যাজমাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। পাশাপাশি তিনি যক্ষ্মায়ও আক্রান্ত ছিলেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের সহয়তায় তিনি যক্ষ্মার চিকিৎসাও করিয়েছেন। তারপরও এলাকাবাসী বলে আসছে- সম্প্রতি ঢাকা থেকে ওই বাড়িতে বেশ কয়েকজন কর্মজীবী লোক এসেছে। তাদের মাধ্যমে করেনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ কারণে তার বাড়ি সংলগ্ন কাগজী কান্দি ও সালেহবাগ মহল্লা দুটিকে লকডাউন করা হয়েছে।’