আদালত অবমাননার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নির্বাচন কমিশন।
ওই মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে উপস্থিত না হওয়ায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি ইমরানের বিরুদ্ধে জামিনের সিউরিটি বন্ড হিসেবে এক লাখ রুপির বন্ড জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। খবর ডনের।
ইমরান খানের বিরুদ্ধে মামলা করেছিলেন তারই দলের প্রতিষ্ঠাতা সদস্য ও ভিন্ন মতাবলম্বী আকবার এস বাবার।
এ মামলায় বৃহস্পতিবার আদালতের শুনানিতে উপস্থিত হওয়ার কথা ছিল ইমরান খানের। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় আদালত ওই রায় দেন।
একই সঙ্গে আগামী ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির নতুন তারিখ ধার্য করেন আদালত। সেদিনের শুনানিতে ইমরান খানকে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এতে ব্যর্থ হলে তাকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হবে। বৃহস্পতিবারের শুনানিতে ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতে জানান, ইমরান খান বিদেশে ছিলেন।
মাত্র এক ঘণ্টা আগে তিনি দেশে ফিরেছেন। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রয়েছে ইমরান খানের। যখনই নির্বাচন কমিশন তাকে ডাকবে তখনই তিনি উপস্থিত হবেন।’
এ সময় বাদীর আইনজীবী যুক্তি তুলে ধরে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ লংঘন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি যদি শ্রদ্ধাই থাকতো তাহলে শুনানিতে তিনি উপস্থিত থাকতেন।
আগের নোটিশের জবাব না দেয়ায় ২৩ আগস্ট ইমরানে বিরুদ্ধে নির্বাচন কমিশন দ্বিতীয় শোকজ নোটিশ দেয়। দ্বিতীয় নোটিশের জবাব দিতে ব্যর্থ হওয়ায় এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
15/09/2017