দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ব্যাপক হারে বেড়েছে ভারত থেকে চাল আমদানি।
শুক্রবার ছুটির দিনেও চাল আমদানির স্বার্থে খোলা ছিলো দেশের এ দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দরটি। বন্ধের দিনেও বন্দরে স্বাভাবিক ছিলো লোড-আনলোড কার্যক্রম।
হিলি স্থল বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক অসিত কুমার সান্যাল জানান, প্রতিদিন হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১০০ থেকে ১৫০টি চালভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে।
গত বৃহস্পতিবার একদিনে এ স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল ভর্তি ১৫০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। যার পরিমান প্রায় ৫ হাজার মেট্রিক টন।
তিনি জানান, প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৩ থেকে ৫ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে আসছে।
হিলি ল্যান্ড কাস্টমসের সহকারী কমিশনার মশিয়ার রহমান মন্ডল জানান, শুক্রবার সরকারী ছুটির দিন হিলি স্থল বন্দর বন্ধ থাকার কথা থাকলেও চাল আমদানীর স্বার্থে এই স্থল বন্দর খোলা রাখা হয়।