বর্তমান বাংলাদেশের বাজারে সব চাইতে বড় একটি আলোচিত বিষয় হচ্ছে চায়নার সাথে ব্যবসা। দিনে দিনে চাইনিজ প্রোডাক্টের চাহিদা বেড়েই চলেছে। এই সময়ে নিজেই সিধান্ত নিয়ে ক্ষুদ্র পরিসরে আপনিও শুরু করতে পারেন চায়নার সাথে ইমপোর্ট ব্যবসা।
ইমপোর্ট ব্যবসার ব্যাপক সুযোগ থাকা সত্ত্বেও (বিশেষ করে চায়নার সাথে) এখানে নতুন উদ্যোক্তাদের সংখ্যা খুবই কম।যার অন্যতম কারন হচ্ছে এই ব্যবসার খুঁটিনাটি তথ্য সম্পর্কিত সঠিক ধারণা না থাকা।
ইমপোর্ট ব্যবসা শুরু করার জন্য প্রাথমিকভাবে উদ্যোক্তাকে পরিষ্কার ধারণা ও নির্দিস্ট কিছু তথ্য জেনে তবেই শুরু করা উচিৎ।আর এই সুযোগটিই করে দিচ্ছে
Import Export BD.
ইমপোর্ট ব্যবসা নিয়ে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্য আগামী শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী ইমপোর্ট ব্যবসার প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে
www.importexportbd.net.
এই কোর্সটি মুক্ত বাজার অর্থনীতি, আন্তর্জাতিক বাজার ও ইমপোর্ট–এক্সপোর্ট ব্যাবসা নিয়ে যারা ভাবছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কোর্স।
#কোর্সের_বিষয়বস্তুঃ
* বিজনেস প্ল্যান
* কত টাকা নিয়ে শুরু করবেন
* কি পণ্য আনবেন
* সাপ্লাইয়ার সোর্সিং
* সর্বনিম্ন কত টাকায় L/C ওপেন করতে পারবেন।
* কিভাবে কস্টিং করবেন
* কিভাবে মার্কেটিং করবেন।
* লাইসেন্স,ব্যাংকিং,শিপিংডকু
#যা_যা_শেখানো_হবেঃ
*কিভাবে পণ্যের সোর্সিং ও HS কোডের মাধ্যমে মূল্য নির্ধারণ করবেন।
*চায়নায় বিভিন্ন পাইকারি মার্কেট ও সাপ্লাইয়ার এর সাথে কিভাবে সরাসরি যোগাযোগ করবেন।
*ঢাকায় কমলাপুর ICD, বেনাপোল স্থলবন্দর, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এর কাস্টমস ও ভ্যাট সংক্ৰান্ত বিষয়াদি সহ বন্দর থেকে মালামাল খালাস সম্পর্কিত সকল ডকুমেন্টেশন প্রক্রিয়া কিভাবে সম্পাদন করতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে ইমপোর্ট–এক্সপোর্ট ব্যাবসা সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা সম্বলিত কাগজ পত্রের তালিকা প্রদান করা হবে।
এছাড়াও চায়নায় চলাফেরা ও যোগাযোগের সুবিধার্থে স্বল্প মাত্রায় চাইনিজ ভাষা শিক্ষা (Survival Chinese Language)দেয়া হবে।
প্রয়োজনীয় লাইসেন্স সম্পর্কিত বিষয়াদি যেমনঃ
* Trade Licence
* IRC (Import Registration Certificate)
* ERC (Export Registration Certificate)
* Bank Account (Foreign Exchange Branch)
* TIN Certificate
* Certificate of Chambers of Commerce
প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কিত বিষয়াদি যেমনঃ
* পিআই (PI)
* এল সি(L/C)
* Packing list/Invoice/ B/L copy
* Certificate of origin
* Bill of exchange
প্রয়োজনীয় ইনকোটার্ম সম্পর্কিত বিষয়াদি যেমনঃ
* FOB (Free On Board )
*CFR ( Cost N Freight )
*EXW ( Ex Works )
*C&F ( Clearing & Forwarding )
প্রশিক্ষণ শেষে ওয়ান টু ওয়ান মিটিং এর মাধ্যমে ইমপোর্ট এক্সপোর্ট সংক্রান্ত বিজনেস প্ল্যান, পণ্য সোর্সিং, সাপ্লায়ার সোর্সিং ব্যাংক বিষয়ক তথ্য ও মার্কেটিং, চায়নায় ভ্রমন ও মেলায় অংশগ্রহন, বিজনেস ডকুমেন্ট ও লাইসেন্স সহযোগিতাসহ সম্পূর্ন গাইডলাইন সহ সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও জুলাই ২০১৭ থেকে প্রতি সোমবার ফ্রী কনসালটেন্সি দেয়া হবে।
#প্রশিক্ষণ__ফী__ও__অন্যান্
*প্রশিক্ষণ ফী – ৩৫০০/=(পঁয়ত্রিশ শত টাকা)
*প্রশিক্ষণ চলবেঃ
আগামী ২৭ ও ২৮ অক্টোবর শুক্রবার ও শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত (দুই দিন ব্যাপী)।
*অংশগ্রহণের নিয়মাবলিঃ
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে সরাসরি অফিসে এসে অথবা বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন – 01795 699 646
বিকাশ নম্বর – 01795 606 278
– 01716 638 128
*প্রশিক্ষণ চলাকালীন অফিস কতৃক দুপুরের খাবার ও হালকা চা নাস্তা পরিবেশন করা হবে।
*প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেয়া হবে।
** আসন সংখ্যা সীমিত। দ্রুত যোগাযোগ করে আপনার আসন সংরক্ষণ করুন।
#যোগাযোগের_ঠিকানাঃ
Import Export BD
House-40( Flat-B4 ), Road-25, Gulshan-1, Dhaka.
Cell no: 01795 699 646
website: www.importexportbd.net
#বিশেষ___দ্রষ্টব্যঃ
** ”বাস্তবে ইমপোর্ট এক্সপোর্ট ট্রেনিং” বাংলাদেশে আমরাই সর্বপ্রথম আরম্ভ করি ।যা আমাদের পূর্ববর্তী পোস্টগুলো দেখলেই আপনারা বুঝবেন।কিছু অসাধু ব্যক্তি হুবহু আমাদের মডিউল, বিজ্ঞাপন ও ছবি নকল করে ইমপোর্ট এক্সপোর্ট ট্রেনিং এর নামে উদ্যোক্তাদের কে বিভ্রান্ত করছে, যার কোনপ্রকার দায়ভার Import export BD বহন করবে না ”Import Export BD” র যাবতীয় ট্রেনিং ম্যাটেরিয়াল, বিজ্ঞাপন ও বিজ্ঞাপনের ছবি বাংলাদেশ কপি রাইট আইন ২০০০ (২০০৫)এর বিধান মতে লিপি বদ্ধ। বিনা অনুমতিতে এর কোন অংশ ব্যবহার ও অনুকরণ করা হলে Criminal Act. (৮৮ – ৯১) তে অভিযুক্ত হবে ।