দিন দিন কমছে করোনা সংক্রমণ। কিন্তু এখনো অনিয়ন্ত্রিত ডেঙ্গু। এরই মধ্যে জিকা ভাইরাস প্রকোপ দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতে। ইতোমধ্যে সে দেশে একশ’র বেশি রোগী শনাক্ত হয়েছে।
মশাবাহিত জিকা ভাইরাস অনেক বেশি ভয়ানক। জিকার লক্ষণ হলো; হালকা জ্বর, চোখে ব্যথা ও লালচে রঙ, মাথা ব্যথা, গিঁটে গিঁটে ব্যথা এবং শরীরে র্যাশ।
এই ভাইরাস প্রতিরোধে এখনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তাই চিকিৎসকরা বলছেন, যেহেতু এই রোগ মশাবাহিত, তাই এর প্রাদুর্ভাব রোধে অবিলম্বে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া জরুরি। সেইসঙ্গে কারো শরীরে লাল বিন্দু দেখা দিলে, জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা, পেশীতে যন্ত্রণা, বমি ভাবের উপসর্গ দেখা দিলে দ্রুত সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সঙ্গে এই ভাইরাস যদি বাংলাদেশে আসে, তাহলে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। প্রতিবেশী নেপালেও এটি দেখা দেওয়ায় বাংলাদেশ বড় ঝুঁকিতে আছে।
তিনি জানান, আইইডিসিআর এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। যদি জিকা ভাইরাসে নমুনা কারো দেহে শনাক্ত হয়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইইডিসিআর এ বিষয়ে সকল প্রস্তুতি নিয়ে রাখছে। এ বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণও দেওয়া রয়েছে। সার্বিক প্রস্তুতি রয়েছে।