এখন থেকে নিবন্ধন ছাড়াই শিক্ষার্থীরা কভিড-১৯ প্রতিরোধী টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়েই টিকা পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৮ বছর প্রমাণ হলেই টিকা পেয়ে যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সীমিত পরিসরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হবে। তবে ১২ জানুয়ারির আগে যেসব শিক্ষার্থীরা কভিডের এক ডোজ টিকা নিয়েছে তারা স্বশরীরে ক্লাস করতে পারবে। আর টিকা বিহীন শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস ও অ্যাসাইনমেন্ট জমা দেবে। দেশের সকল শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নেয়া হলেই স্বশরীরে ক্লাস করতে পারবে।