শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর মগবাজারে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক দুটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে।
ভোরে মগবাজার রেলগেট পার হওয়ার সময় ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রাকচালক ট্রাকটি সচল করতে না পারায় সেটি রেললাইনের ওপর রেখে নিরাপদ স্থানে চলে যান। কিছুক্ষণ পর সিলেট থেকে আসা কমলাপুরগামী উপবন এক্সপ্রেস ট্রাকটিকে ধাক্কা দেয়।ঘটনার সময় রেলের কর্তব্যরত গেটম্যান কোথায় ছিল তা খোঁজ করা হচ্ছে।