ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিবিসি, আল জাজিরা, ফক্স নিউজ, নিউ ইয়র্ক টাইমস, এপির লাইভ পূর্বাভাসগুলোতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন।
বিবিসি বলছে, ট্রাম্প ২২২ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ১৬৫ ইলেক্টোরাল ভোট।
আল জাজিরার পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০৫টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। ফক্স নিউজ বলছে, ট্রাম্প পেয়েছেন ২৩২ এবং কমলা ২১২।
এখন পর্যন্ত ট্রাম্প জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেইনিয়ায় এগিয়ে আছেন। এসব রাজ্যে বেশিরভাগ ভোট গণনা করা হয়ে গেছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন।