শনিবার সকালে রেলস্টেশনে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে দেখা গেছে টিকিটপ্রত্যাশীদের।
শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ২৬টি কাউন্টার থেকে ৩১টি আন্ত্মঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়। দুটি কাউন্টার মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। এক একজন যাত্রী সর্বোচ্চ চারটি করে টিকিট সংগ্রহ করতে পেরেছেন। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। কাল রোববার ৩ জুন ১২ জুনের টিকিটের জন্য ভিড় আরও বেশি হবে বলে ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের। ১৬ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির সূচি ঠিক করেছে রেল কর্তৃপক্ষ।
যারা আগামী ১০ জুন ঢাকা ত্যাগ করবেন, সেসব যাত্রীরা গতকাল আগাম টিকিট নিয়েছেন। তবে স্টেশনে যত্রীদের চাপ তুলনামূলক কম থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনের কাউন্টারের সামনে ভিড় বেশি ছিল।