চলতি বছর ডেঙ্গুতে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটল। ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত এ রোগে ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে ডেঙ্গুতে এতো মৃত্যু কখনও হয়নি। ২০০০ সাল থেকে রোগটির তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে দেখা যায়, এর আগে ২০১৯ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ ছিল। সে বছর সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত এবং ১৬৪ জনের মৃত্যু হয়। তবে এ বছর দুই মাস বাকি থাকতেই সেই রেকর্ড ভাঙল।
গতকাল আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৮ জন। নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ১৯৯। ২০০০ সালে ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ২০০২ সালে মৃত্যু হয় ৫৮ জনের। এর পর ২০১৮ সাল পর্যন্ত মৃত্যু বছরে ৫০ জনের নিচে ছিল।