বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় ব্যবসায়ী সমাজের ক্ষোভ ও নিন্দা অব্যাহত রয়েছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মতো একজন স্বনামখ্যাত, সফল শীর্ষ শিল্পোদ্যোক্তাকে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের ঘটনায় ব্যবসায়ী সমাজ গভীর উদ্বিগ্ন। এ ঘটনার ক্রীড়নকদের আইনের আওতায় আনতে হবে যে কোনো মূল্যে। আমরা এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই যেন পরবর্তীতে আর কোনো দুষ্কৃতকারী এ ধরনের ঘটনা ঘটানোর চিন্তাও করতে না পারে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।
এ সময় বক্তারা বলেন, ‘বসুন্ধরা গ্রুপ শুধু ভাটারাবাসীর কল্যাণে নয়, সারা দেশের কল্যাণে কাজ করছে। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। বিশ্বের সেরা উদ্যোক্তাদের মধ্যে একজন বসুন্ধরা গ্রুপের এমডি। তাই এমন একজন ব্যক্তিকে হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।।