একটি পাইলট প্রকল্পের আওতায় উত্তরার ৪ নম্বর সেক্টরের কয়েকটি সড়কের ঝুলন্ত তার নেওয়া হচ্ছে সড়কের নিচে করা ‘ইউটিলিটি ডাক্টে’।
ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম জানান, উত্তরার ৪ নম্বর সেক্টরের ৩, ৫, ৭ ও ৮ নম্বর সড়কে এ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে ইউটিলিটি ডাক্ট বসানো হয়েছে। ডাক্ট বসাতে প্রতি মিটারে খরচ হয়েছে ৭৮০ টাকা। ৯ ইঞ্চি ব্যাসের পাইপে নিয়ে যাওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠানের অপটিক্যাল ফাইবারসহ অন্যান্য কেবল।
উন্নয়ন কাজের জন্য বিভিন্ন সংস্থাকে রাস্তা কাটার অনুমতি দিতে হয়। এতে অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি হয়।
যেসব সড়কের পাশের ফুটপাত উন্নয়ন কাজ চলছে সেখানে ইউলিটি ডাক্ট করার তৈরির জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে । এখন থেকে ঝুলন্ত যেসব তার কাটা হবে, তা আর ওপরে উঠবে না।