বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিউক্লিয়াসখ্যাত ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের কার্যকরী কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন নীলফামারীর সদর উপজেলার কৃতি সন্তান মমিনুর রহমান।
তিনি অত্র উপজেলার নটখানা গ্রামের আবু সামাদের সন্তান। মমিন ঢাবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে কৃতিত্বের সঙ্গে ১ম শ্রেণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব উদ্দিন রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের স্বাক্ষরিত পত্রে এ পদের তথ্য জানানো হয়।
তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। তরুণদের উচ্চ শিক্ষায় আগ্রহী করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে উদ্ভুদ্ধকরণ সেমিনার করেছেন। তিনি ঢাবির নীলফামারী জেলা কল্যাণ সমিতিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জিয়া আদর্শের মমিন নিজেকে সমাজ সেবায় নিয়োজিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে চান।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করায় তিনি ঢাবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।