বিশ্বে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি মোকাবেলায় বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আছে সবার ওপরে। জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিক্কেই এশিয়ার ‘নিক্কেই কভিড-১৯ রিকভারি সূচক’ শীর্ষক এক জরিপের ফলাফলে এই চিত্র উঠে এসেছে।
বিশ্বব্যাপী মহামারি শুরু হওয়ার পর থেকে গত ৩০ এপ্রিল পর্যন্ত ১২১টি দেশের কভিড-১৯ মোকাবেলার পরিসংখ্যান তুলে ধরেছে নিক্কেই এশিয়া।
নিক্কেই এশিয়া বলছে, করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থাপনা, করোনা প্রতিরোধী টিকাদান এবং এ সংক্রান্ত সামাজিক তৎপরতার ওপর ভিত্তি করে জরিপের মূল্যায়ন করা হয়েছে। সূচকে যে দেশের অবস্থান যত ওপরে, করোনা মোকাবেলায় সে দেশের অবস্থান তত ভালো হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিক্কেই এশিয়ার সূচকে ৮০ পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরেই ষষ্ঠ অবস্থানে রয়েছে নেপাল। ৭০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান ২৩তম। ৬৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ৩১তম এবং ৬২.৫ পয়েন্ট নিয়ে ৭০তম অবস্থানে রয়েছে ভারত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।