রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করে পরীক্ষা করে ১ হাজার ৫৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৮ জন।
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে২৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।
এই সময়ে ১ হাজার ৫৩২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩১ হাজার ৭৩৭ জন এবং মারা গেলেন ৪৮০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।