স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনের নজরুল উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা ও অরুণরঞ্জনীর উদ্যোগে গুলশান সোসাইটি লেক পার্কে এই উৎসব হবে।
অনুষ্ঠান চলবে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
উৎসবে বাংলাদেশ ও ভারতের শতাধিক শিল্পী সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন। বাংলাদেশের শিল্পীদের মধ্যে অংশ নেবেন শাহীন সামাদ, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, সালাহউদ্দিন আহমেদ, নাশিদ কামাল, ইয়াসমীন মুশতারী, প্রিয়াঙ্কা গোপ প্রমুখ। ভারতীয় শিল্পীদের মধ্যে অংশ নেবেন শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, জয়তী চট্টোপাধ্যায় ও সুস্মিতা গোস্বামী।