জাতীয় সংসদের ১৬তম অধিবেশন বসছে আগামীকাল রবিবার। বছরের প্রথম এ অধিবেশনে সংবিধানের বিধান মেনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এবারও স্বাস্থ্যবিধি মেনে চলবে সংসদের বৈঠক।
রবিবার বিকাল ৪টায় সংসদের বৈঠক শুরু হবে। গত ১ জানুয়ারি সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
প্রথম দিন সংসদের বৈঠকের শুরুতে শোক প্রস্তাব ও সভাপতি মণ্ডলীর মনোনয়নের পর স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে।
অধিবেশনের শুরুর দিন কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ সনদ পাওয়া সব সংসদ সদস্য অংশ নেবেন।
সংসদ সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। তবে অধিবেশন চলাকালীন বিভিন্ন শাখার কর্মচারীর সংখ্যা কমানো হয়েছে।