ফুটবলকন্যা সাবিনা না ফেরার দেশে
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের সদস্য সাবিনা আক্তার আর নেই। তিনদিন ধরে জ্বরে ভুগে আজ দুপুরে মৃত্যবরণ করেন তিনি।
ময়মনসিংহ জেলার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুর থেকে অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন সাবিনা। স্বপ্ন ছিল একদিন বড় ফুটবলার হওয়ার। আগামীকাল তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা থাকলেও সেটি আর সম্ভব হয়নি
কয়েকদিন ধরে জ্বরে ভুগা সাবিনা আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সাবিনার মৃত্যর খবর নিশ্চিত করেছেন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালিহা রানী সরকার। তিনি জানান, ‘রোববার থেকে জ্বরে ভুগছিল সাবিনা। আজ জ্বর বাড়লে তাকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলে ২০১৩ সালের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সাবিনা। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের প্রাথমিক দলে ডাক পান এ ফুটবলকন্যা।