গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন। আজ রোববার গাজীপুর সদর উপজেলার পিরুজালী নুহাশপল্লীতে এ আয়োজন করা হয়।
লেখকের জন্মবার্ষিকীর আয়োজনে স্ত্রী মেহের আফরোজ শাওন, নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারী ও ভক্ত-দর্শনার্থীরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।