ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে জল্পনা কাটছে না। শ্রীলঙ্কা সফরে রানে ফিরেছেন। শুধু রানেই ফেরেননি, দুটি রেকর্ডও গড়ে ফেলেছেন। ওই সিরিজেই ৩ শতাধিক একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ১০০তম স্টাম্পিং করে ইতিহাস গড়েছেন। এতকিছুর পরেও যে প্রশ্নটা ধোনি-ভক্তদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তা হলো জাতীয় দলে ধোনির ভবিষ্যৎ কী?
সমালোচকরা মনে করছেন, বয়সজনিত কারণেই এবার অবসরের কথা ভাবা উচিৎ ধোনির। কারণ, তার ব্যাটে রান আসলেও তা আসছে ধীর গতিতে। সীমিত ওভারের খেলায় যা ক্ষতিকারক। কিন্তু স্বয়ং ধোনি এ বিষয়ে নিশ্চুপ। ধোনি কিছু না বললেও ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী সম্প্রতি একটি মন্তব্য করেছেন; যার দ্বারা পরিস্কার হয়ে গেছে ভারতের জাতীয় দলে ধোনির ভবিষ্যৎ কী হতে চলেছে।
ভারতের একটি প্রথম শ্রেণীর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘ধোনি যেভাবে খেলছে সে ভাবেই যদি খেলতে থাকে, তবে ২০১৯ বিশ্বকাপে ওর থাকা নিয়ে কোনো প্রশ্নই উঠবে না।
ধোনিকে ছাড়া আমরা টিম ভাবতেই পরি না। ‘
ধোনির ভবিষ্যত মোটামুটি নিশ্চিত হলেও অনিশ্চিত হয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার যুবরাজ সিংয়ের ভবিষ্যত। পরপর দুটি সিরিজে দলের বাইরে তিনি। কিন্তু শাস্ত্রী বলেন, জাতীয় দলে যুবরাজ সিং এবং সুরেশ রায়নার দরজাও এখনও বন্ধ হয়নি পুরোপুরি। নির্বাচকদের ভাবনায় এই দুজনও আছেন। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোহলিদের হেডস্যার বলেন, ‘সিরিজের প্রথম দুটি ম্যাচ আমাদের জেতা দরকার। প্রথম দুই ম্যাচেই ঠিক হয়ে যাবে সিরিজের ভবিষ্যৎ। আমাদের বোলিং সাইড যথেষ্ট ভাল। অস্ট্রেলিয়া কঠিন চ্যালেঞ্জের সামনে পড়বে।
15/09/2017