ভারতের স্বঘোষিত ধর্মগুরু ধর্ষক বাবা রাম রহিম গুরমিত সিং জেলে যাওয়ার পর থেকেই লাপাত্তা তার পালিত কন্যা হানিপ্রীত। তিনি কোথায়? এই জিজ্ঞাসা যখন সারা দেশজুড়েই চলছে, তখনই প্রকাশ্যে এলেন সকলের নজর থেকে দূরে থাকা হানিপ্রীত। গতকাল সোমবার দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। আজ মঙ্গলবার কার্যকরী প্রধান বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উঠবে বলে জানা গেছে।
ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, বাবার জেল হওয়ার পর থেকেই দেশজুড়ে হানিপ্রীতকে খুঁজে বেড়াচ্ছে হরিয়ানা পুলিশ। তিনি নেপালে আত্মগোপন করে আছেন বলেও শোনা যাচ্ছিল। এছাড়া আরও অন্যান্য জায়গায় তাঁর থাকার সম্ভাবনা নিয়ে নানা জল্পনা চলছিল মিডিয়ায়। এই অবস্থায় গতকাল জামিনের আবেদন নিয়ে প্রকাশে আসেন হানিপ্রীত। এ ব্যাপারে গতকাল তার আইনজীবী প্রদীপকুমার আর্য পিটিআইকে জানান, তার মক্কেল দিল্লি হাইকোর্টের কাছে আগাম জামিনের পিটিশন জমা দিয়েছেন। প্রসঙ্গত, ‘পালিতা’ কন্যা হানিপ্রীতের সঙ্গে রাম রহিমের সম্পর্ক ছিল অন্য রকম। বাবা-মেয়ের ব্যাপারটা ছিল সাজানো। আদতে হানিপ্রীত ছিলেন রাম রহিমের প্রধান সঙ্গীনি। তাদের নানা কাণ্ডের কথা ক্রমশ প্রকাশ্যে এসেছে। সম্প্রতি হানিপ্রীতের স্বামী বিশ্বাস গুপ্ত একটি প্রেস কনফারেন্সে হানিপ্রীত ও রাম রহিম সম্পর্কে বিস্ফোরক সব ঘটনা সামনে আনেন। রাম রহিমকে জেলে নিয়ে আসার সময়েও হেলিকপ্টারে তার সঙ্গে ছিলেন হানিপ্রীত। এমনকি রাম রহিমের সাজা ঘোষণার পরে হওয়া হিংসাত্মক ঘটনার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে তার নাম সামনে উঠে এসেছে। এখন দেখার, আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কি না। সূত্র: এবেলা।