রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শান্তি চাই। প্রতিবেশী দেশের সঙ্গে আমরা সু-সম্পর্ক চাই। কিন্তু কোনো অন্যায় আমরা মেনে নিতে পারি না।’
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার রোহিঙ্গাদের দেখতে মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। কুতুপালং ক্যাম্পে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুদের সঙ্গে কথা বলেন-ফোকাস বাংলা
মিয়ানমার সরকারের প্রতি নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা মিয়ানমার সরকারের কাছে অনুরোধ করব, তারা যেন নিরীহ মানুষের ওপর নির্যাতন বন্ধ করে। তারা যেন প্রকৃত দোষীদের খুঁজে বের করে। এক্ষেত্রে প্রতিবেশী দেশ হিসেবে যা যা সাহায্য করা দরকার, আমরা তা করব।’
রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে আন্তর্জাতিক জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বজন হারানোর বেদনা আমি বুঝি, ঘরবাড়ি হারিয়ে যেসব রোহিঙ্গা এখানে (বাংলাদেশে) এসেছেন, তারা সাময়িক আশ্রয় পাবেন। তবে তাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে যেতে পারেন, সে ব্যাপারে চেষ্টা চলছে।’
রোহিঙ্গাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে আমরা আপনাদের আশ্রয় দিয়েছি। আমরা আপনাদের পাশে থাকব।’
সকালে ঢাকা থেকে প্রধানমন্ত্রী কক্সবাজারে যান। এরপর হেলিকপ্টারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে যান।
বক্তব্য শেষে কুতুপালং রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী।