দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ও পাটুরিয়া প্রান্তে আরও ছয়টি ফেরি নোঙর করে আছে।ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহন পারাপার করতে পারছে না। এতে উভয় ঘাটে গাড়ির সারি তৈরি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক খোরশেদ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।