করোনাভাইরাসের বিস্তার রোধে বরিশালে প্রবেশ ও ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার ( ৭ এপ্রিল) দুপুরে এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব ও গণজমায়েত রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় অবস্থানরত ব্যক্তিবর্গ ও যানবাহনের জেলার বাইরে যেতে পারবে না। বাইরে থেকেও কেউ বরিশালে আসতে পারবে না। তবে ওষুধ, খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, আমদানি-রফতানি কাজে নিয়োজিত যানবাহন ও ব্যক্তি এবং জরুরি সেবাগুলো এই আদেশের আওতামুক্ত থাকবে।