দেশে প্রায় ১০০ ধরনের সবজি চাষ হয়। সবজি উৎপাদনে এখন বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। বিশ্বে তৃতীয়, চীন প্রথম ও ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সোমবার ‘পুষ্টিনিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
সেমিনারে আরও জানানো হয়, কৃষি বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক খাত। এ খাত থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে।
মেলায় সবজির পাশাপাশি মধু, মাশরুম, মাশরুমের রকমারি খাবারসহ এ–জাতীয় নানা পণ্য বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে।
মেলার উদ্বোধনী বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, সবজির দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয় সবাইকে কাজ করতে হবে; যেন সবজির দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। সামনে রোজা আসছে। এ সময় শাকসবজির দাম যাতে না বাড়ে সে জন্য সরকারি সংস্থাগুলোকে সাবধান থাকতে হবে।